মিরসরাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে তৃণমূল কর্মীদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্রদলের কর্ম পরিকল্পনা নিয়ে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী নুরুল আমিনের সাথে উপজেলা ছাত্রদলের উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন টিটুর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী নুরুল আমিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন,চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক শাহ্ মোঃফোরকান উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দাউদুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা জামশেদ আলম,আবুল খায়ের,মাসুদ কালা,শহীদুল ইসলাম, মিজানুর রহমান, হেলাল উদ্দিন, নুর হোসেন বাদশা, নাজিম উদ্দিন, সাহাদাত হোসেন পারভেজ, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃরিপন, ধুম ইউনিয়ন ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম,আবু নাঈম, মাহফজুল এলাহী,ইছাখালী ইউনিয়ন ছাত্রদল নেতা সাজ্জাত হোসেন, ওয়াহেদপুর ছাত্রদল নেতা কামরুল ইসলাম,করের হাট ইউনিয়ন ছাত্রদল নেতা ফখরুল ইসলাম,নুরুল হাসান,খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা রফিকুল ইসলাম,হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল জুবায়ের,মিঠানালা ইউনিয়ন ছাত্রদল নেতা তারেকুল ইসলাম,হাইতকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা শান্তনু বড়ুয়া সাব্বির, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা রিয়াদুল ইসলাম ইমন।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুল্লাহ আল ফয়সাল, ছাত্রদল নেতা শেখ রাসেল, জুয়েল, ফখরুল ইসলাম, মাইনুল ইসলাম, ফারিয়াতুল ইসলাম ফারাবী, বাবুল, নুর হোসেন,সাইফুল ইসলাম হৃদয়,শরীফুল ইসলাম,আনম,নুর আলম,আজাদ,জিসান প্রমুখ।