নিজস্ব প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম হাতে পেয়েছেন মিরসরাই উপজেলা পরিষষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক নুরুল আমিন। মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর হাতে এই মনোনয়ন ফরম তুলে দেন। এছাড়া ডামি প্রার্থী হিসেবে ব্যবসায়ী কামাল আহম্মেদ প্রকাশ চেম্বার কামালের হাতেও ফরম দেয়া হয়েছে।