মিরসরাইয়ে বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মীর উপর সরকারি দলের হামলা, গ্রেপ্তার ১২

304

মিরসরাই প্রতিনিধি
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতিপক্ষের উপর হামলা ও গ্রেপ্তার অভিযান বেড়ে চলছে মিরসরাইয়ে। বুধবার (১২ ডিসেম্বর) রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি, ছাত্রদল, যুবদল ও জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের বিরুদ্ধে। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে ১২ নেতা-কর্মীকে। হামলায় আহতরা হলেন উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক করেরহাট বাজারের ব্যবসায়ী রেজাউল করিম নোমান, যুবদল কর্মী মোঃ শামীম, বারইয়ারহাট পৌরসভা যুবদল নেতা মাঈন উদ্দিন, ধুম ইউনিয়ন বিএনপি নেতা সেলিম সওদাগর, ধুম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রানা, ছাত্রদল নেতা আবু নাঈম, জামায়াত নেতা মোশারফ হোসেন ও শিবির কর্মী মোঃ রাকিব। মিরসরাই ও জোরারগঞ্জ থানায় গ্রেপ্তারকৃত হলেন, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আজিজুল হক মেম্বার, বিএনপি নেতা দুর্গাপুর ইউনিয়নের সাবেক সদস্য ধনা মেম্বার, সাহেরখালী ইউনিয়ন যুবদলের সভাপতি নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক নুরুল করিম বিদ্যুৎ, ধুম ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ছাদেক হোসেন, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদ হুসাইন, মিঠাছড়া সদর ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ মেম্বার, কাটাছড়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শাহজাহান, অলিউল্লাহ, জামায়াত নেতা মোশারফ হোসেন ও শিবির কর্মী রাকিব।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন বলেন, বুধবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও জামায়াত শিবিরের ১০ নেতা-কর্মীর উপর সরকারি দলের নেতা-কর্মীরা হামলা করেছে। পুলিশ গ্রেপ্তার করেছে ১২জনকে। এছাড়া বিএনপি প্রার্থী নুরুল আমিন সহ বিএনপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তল্লাশী করছে। মিরসরাইয়ে নির্বাচনের কোন পরিবেশ নেই। আওয়ামীলীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পুলিশ পাহারায় গনসংযোগ উঠান বৈঠক করছে। অন্যদিকে বিএনপির নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করছে।
মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল দেবনাথ ও জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী বলেন, বিএনপির অনেকে বিরুদ্ধে মামলা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করে নাশকতা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here