মিরসরাইয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

227

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাতে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া গ্রামের ফকির মাষ্টার বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. খুরশিদ (৩০)। সে ফেনাপুনি গ্রামের মোস্তফার ছেলে।
স্থানীয়রা জানান, ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে মো. খুরশিদের সংসার চলত। বৃহস্পতিবার রাতে রিকশার মালিক ফরহাদের বাড়িতে রিক্সাটির ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন। স্থানীয়দের সহযোগিতায় তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here