মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের মায়ানীতে বিষপানে যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত নাহিদ (২৫) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার আলম ইসলামের ছেলে। তবে ঠিক কি কারনে ওই যুবক আত্মহত্যা করেছে সেটি এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ওই যুবকের বুকে দুইটি ইংরেজি অক্ষর এবং বাম হাতে অস্পষ্ট একটি নামও লেখা রয়েছে।
জানা গেছে, নাহিদ নামের ওই যুবক মিরসরাইয়ের মায়ানীতে বন্ধুর বোনের বিয়েতে অংশ নিতে আসে । বুধবার সকালে বিষপানের পর ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা সদরের একটি হাসপাতালে এবং পরে মস্তাননগর হাসপাতালে নিয়ে ভর্তি করায় স্থানীয় এক সিএনজি টেক্সি চালক। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষনা করে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবকের মৃতদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ওই যুবকের পরিবারের লোকজনকে বিষয়টি জানানো হয়েছে। বাগেরহাট থেকে তারা এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।