মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ব্যবসায়ী জাফর উল্লাহ’র পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ৭ হাজার ৫শ কেজি চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার হাবিলদারবাসা এলাকায় ৩শজনের মাঝে ২৫ কেজি বস্তা করে চাউল বিতরণ করা হয়।
চাউল বিতরণ উদ্বোধন করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। এসময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ালীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, প্রবীণ আঃলীগ নেতা হাসেম ভেন্ডার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় চেয়ারম্যান নয়ন চেয়ারম্যান ব্যবসায়ী জাফর উল্লাহ ধন্যবাদ দিয়ে বলেন, এভাবে প্রতিনিটি এলাকায় শিল্পপতি ও ব্যবসায়ী ভাইয়েরা যদি এই দূর্যোগ সময়ে হতদরিদ্র মানুষ গুলোর পাশে দাঁড়ায় তাহলে আমাদের এলাকার কোনো মানুষ আর কষ্ট ভোগ করবেনা।