মিরসরাইয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

255

মহান একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের শ্রদ্ধা জানালেন মিরসরাইয়ের সব শ্রেণী-পেশার মানুষ । রাত ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী ও নির্বার্হী কর্মকর্তা মো. রুহুল আমিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। মিরসরাই থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির ও জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইখতেখার হাসান ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদবেদীতে। এর পরে একে একে উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দেওয়া হয়। প্রভাতফেরীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মিরসরাই প্রেসক্লাবের সদস্যরা । এছাড়া উপজেলার সব শ্রেণী-পেশার মানুষ, শিক্ষার্থী, দলীয় নেতা-কর্মী, আবাল-বৃদ্ধ-বনিতা সারিবদ্ধভাবে একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের শ্রদ্ধা জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here