মিরসরাইয়ে মাওলানা শাহ বেলায়েত হোসাইনের স্মরণ সভা

236

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদ্রাসার সাবেক মহাপরিচালক মাওলানা শাহ বেলায়েত হোসাইনের স্মরণে জীবন বৃত্তান্ত আলোচনা ও স্মরণ সভা সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গনে স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও সমাজসেবক নাসির উদ্দিন দিদার।
তিনি বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি একসময়ের অবহেলিত মাদ্রাসা শিক্ষাকে কিভাবে আরো বেগবান করা যায় সে লক্ষ্যে নিরন্তন প্রচেষ্টার ফলাফল কওমী মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি প্রদান করা।
তিনি আরো বলেন, একশেণীর ধর্ম ব্যবসায়ীরা রয়েছে যারা ধর্ম সম্পর্কে, কোরআন সম্পর্কে মানুষকে ভুল ব্যাখা দেয়; তাদেরকে প্রতিহত করতে হবে। প্রত্যেক মুসলমান ধর্মীয় অনুশাসন মেনে চললে ইহকাল ও পরকালে শান্তি পাবে।
এসময় প্রধান আলোচক ছিলেন ফেনী ওলামাবাজার দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, ব্যবসায়ী কামাল উদ্দিন প্রমুখ। প্রবন্ধ পাঠ করেন হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী। বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতী মুহিউদ্দীন আকবর আলীর সভাপতিত্বে এসময় ওলামায়ে কেরামের মধ্যে ছিলেন আবুরহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল হুদা, জামালপুর আজিজিয়া হাফিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মকসুদ আহমদ, নয়দুয়ারিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ফজলুল হক, মৌলভী রফিক উল্ল্যাহ, ব্যবসায়ী নুরুল আলম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here