মিরসরাইয়ে মা সমাবেশ ও মতবিনিময় সভা

222

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মানসম্মত শিক্ষা এবং উপবৃত্তির অর্থ বিতরণের লক্ষ্যে কেওয়াইসি ফরম পূরণ শীর্ষক মা সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে মা সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী। আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলমগীর কবির চৌধুরী জামিলের সভাপতিত্বে এবং ইউপি সদস্য সাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হারুন, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সদস্য মোশাররফ হোসেন, জয়নাল আবেদীন রানা, চট্টগ্রাম পল্লী বিদ্যুত সমিতি-৩ এর সভাপতি আলী আহসান, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাসান মাহমুদ হেঞ্জু প্রমুখ। মা সমাবেশে কয়েকশ শিক্ষার্থীর মা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বছরের ১ তারিখে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার পদ্ধতি বর্তমান সরকার চালু করেছে। এছাড়া শিক্ষার্থীদের উপবৃত্তি থেকে শুরু করে নানা সুবিধাদি প্রদান করে যাচ্ছে। নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here