নিজস্ব প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মিরসরাই শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) ব্যাংক মিলনায়তনে এই উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আবছার। ব্যাংকের এসিস্টান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোঃ লুৎফুল্লাহিল মজিদের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মোঃ জাফর উল্লাহ্’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মারুফ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, মিরসরাই মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হোসাইন সবুজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজার (অপারেশন্স) মোহাম্মদ জাহেদ উদ্দিন। সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম। আলোচনা সভা শেষে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।