মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ৩১ জানুয়ারী) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মিরসরাই সদর ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া এলাকার শফিকুল আলমের পুত্র মোঃ ইব্রাহিম (৪৮) একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের মুখলেসুর রহমানের পুত্র আবু তাহের ( ৫০) ও ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর এলাকার মৃত মাহবুবুল হকের পুত্র আলাউদ্দিন প্রকাশ শিবুল (৩০)।
মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে তিনজক আসামীকে গ্রেপ্তার করেছি। তাদের মধ্যে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী একজন, জালিয়াতি মামলার আসামী একজন ও মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত একজন আসামী গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।