মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ৭ শত পিচ ইয়াবা, প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়েছে ২ জনকে। গ্রেফতারকৃতরা হলো নোয়াখালী জেলার চাটখিল থানার দক্ষিন বদলকোর্ট এলাকার রওশন আলী দফাদার বাড়ীর মৃত আবুল বশরের পুত্র নাসির উদ্দিন বাবলু (২৫), ফেনী জেলার সোনাগাজী উপজেলার উত্তর মঙ্গলকান্দি গ্রামের কামাল উদ্দিনের পুত্র মহিন উদ্দিন (২৬)।
মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে জোরারগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন দক্ষিন সোনাপাহাড় এলাকায় চেকপোষ্ট স্থাপন করে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রাইভেটকার (চট্ট মেট্রো-গ-১১-০৭৪৪) তল্লাশী করে গাড়ীতে থাকা নাসির উদ্দিন বাবলুর প্যান্টের পকেট থেকে ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মহিন উদ্দিেকে গ্রেফতার করে। ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবেদ আলী ঘটনার সত্যতা স্বীকার করেন।