মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মিরসরাই শাখার কনফারেন্স রুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ প্রাকৃতি সাজাই’ এই স্লোগান সামনে রেখে ইসলামী ব্যাংক ‘পল্লী উন্নয়ন প্রকল্প’র সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের মিরসরাই শাখার ম্যানেজার মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে পল্লী পল্লী উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ জাফর উল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের ম্যানেজার (অপারেশন) জাহেদ উদ্দিন, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ হোসাইন প্রমুখ।
ইসলামী ব্যাংক ‘পল্লী উন্নয়ন প্রকল্প’র সার্বিক ব্যবস্থাপনায় মিরসরাইয়ের বিভিন্ন ইউনিয়নে প্রায় ১৫শ বিভিন্ন ফলজ ও ঔষুধি গাছের চারা বিতরণ ও রোপন করা