মিরসরাই উপজেলা আওয়ামীলীগ সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যােগে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করা হয়েছে। বুধবার ( ১৭ এপ্রিল)বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সংগঠনের পক্ষ থেকে সদস্য সচিব মোর্শেদ আজম, সদস্য শরীফুল ইসলাম খোকন, কনস্যুলেট এর কর্মকর্তা হাফিজ উল্লাহ সহ নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
[acf field="title_top"]
মিরসরাই উপজেলা আওয়ামীলীগ সংযুক্ত আমিরাত শাখার উদ্যােগে মুজিব নগর দিবস পালিত
[acf field="title_bottom"]
প্রকাশিত :
[acf field="reporter_name"]
[photo_card_and_fontsize]
[custom_ad id="2"]

