মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি সম্পাদক হতে একাধিক প্রার্থীর তোড়জোড়

481

 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী যুবলীগ মিরসরাই উপজেলা শাখার সম্মেলনকে ঘিরে সভাপতি ও সম্পাদক পদে মাঠে রয়েছে ১৩ জন প্রার্থী। তাদের মধ্যে ৪-৫ জন আলোচনায় থাকলেও অন্যরা ডামি প্রার্থী হিসেবে রয়েছে বলে মনে করছেন অনেকে।

আগামী ২৮ নভেম্বর সকাল ১০টায় উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন শুরু হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ নেতা আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল। সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি।

জানা গেছে, দীর্ঘ সময় পর উপজেলা যুবলীগের সম্মেলনের তারিখ নির্ধারিত হওয়ার পর উজ্জীবিত হয়ে মাঠে-ঘাটে শোড়াউন করেছে একাধিক সভাপতি-সম্পাদক প্রার্থীরা। তাঁরা সম্মেলন সফল করতে ও জয়ী হতে প্রতিটি ইউনিয়নে পৃথকভাবে কর্মী সমাবেশ করেছে। কিন্তু গত ১১ নভেম্বর দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিরসরাই মডেল স্কুল মাঠে আয়োজিত সমাবেশে মঞ্চে একাধিক সিনিয়র নেতার উপস্থিতিতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অনেকটা ঝিমিয়ে পড়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা সংঘর্ষে সভাপতি পদপ্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাইনুর ইসলাম রানাসহ অন্তত ২০জন নেতা-কর্মী আহত হয়েছে। সম্মেলনে দলের জন্য নিবেদিত ও ত্যাগী কর্মীদের মূল্যায়নের দাবী তৃণমূলের কর্মীদের।

সভাপতি পদে ৫ জন আর সাধারণ সম্পাদক পদে ৮ জন প্রার্থীর নাম শুনা যাচ্ছে।

উপজেলা যুবলীগের নেতৃত্বে সভাপতি পদে নাম শোনা যাচ্ছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল হক, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোশাররফ হোসেন মান্না, যুগ্ম-আহবায়ক মাহফুজ আলম, নুরুল আবছার সেলিম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাইনুর ইসলাম রানা’র।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নাম শোনা যাচ্ছে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক এমরান হোসেন সোহেল, সাবেক যুগ্ম-আহবায়ক ইব্রাহীম খলিল ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মেজবা উদ্দিন বাবু, সাবেক ছাত্রনেতা শেখ আব্দুল্লাহ আলম মামুন রিফাত, উপজেলা যুবলীগের সদস্য রিয়াজ উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল কামাল মিটু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেজবাউল করিম সোহেল ও হিঙ্গুলী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি শাহরিয়ার চৌধুরী সোহেল।

এদিকে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলনে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সকল সদস্য, প্রত্যেক ইউনিয়ন শাখার সভাপতি-সম্পাদক সহ সম্পূর্ণ কার্যনির্বাহী কমিটি ও যে সকল ইউনিয়ন-পৌরসভায় কমিটি হয়নি সেখানে প্রতি ওয়ার্ডে ৫ জন করে প্রতিনিধি এবং সাবেক ছাত্রলীগ নেতা যারা সম্মেলনে সভাপতি-সম্পাদক পদপ্রার্থী হয়েছে সবাই ডিলিগেট হিসাবে উপস্থিত থাকবেন। সম্মেলনের দিন সকাল ১০টায় তালিকা অনুযায়ী কঠোর শৃঙ্খলাবিধি অনুসরণ করে সম্মেলন স্থলে প্রবেশ করতে হবে। সম্মেলন পর্যন্ত উপজেলার কোথাও কোনো স্তরেই শো-ডাউন মূলক কোন মিটিং মিছিল করা যাবে না বলে উল্লেখ করেন।

উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও শাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, আগামী ২৮ নভেম্বর উপজেলা যুবলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here