মিরসরাই প্রতিনিধি
ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৫মার্চ) কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান।
অধ্যক্ষ নুরুল আফছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ডা. জামশেদ আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য আবু জাহেদ। এছাড়া বারইয়ারহাট কলেজের অধ্যাপক বোরহান উদ্দিন, নিজাম উদ্দিন, নিজামপুর সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ আলী, মিরসরাই কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার প্রতিযোগিতায় হামদ ও নাত, কবিতা আবৃত্তি, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, দেশাত্ত¡বোধক গান, কুইজ, আধুনিক, পল্লীগীতি ও লালন গীতি পরিবেশন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এসব পরিবেশনা মুগ্ধ হয়ে দর্শকরা দেখেন। প্রতিযোগিতার পর আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।