
মিরসরাই প্রতিনিধি
মিরসরাই প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সর্বোচ্চ পরিষদের সদস্য ও পারটেক্স গ্রুপের জিএম নুরন্নবী আজাদ, প্রতিষ্ঠাতা সদস্য হেদায়েত উল্লাহ চৌধুরী, কামাল উদ্দিন বিটু, ক্লাবের সভাপতি নুরুল আলম, সহ-সভাপতি শাহদাৎ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন,
যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজ আজহার, দপ্তর সম্পাদক শাহ আব্দুল্লাহ আল রাহাত, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, সাহিত্য সম্পাদক আজমল হোসাইন, সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, কার্যনির্বাহী সদস্য আশরাফ উদ্দিন, সাধারণ সদস্য সুজন মন্ডল, শাফায়েত মেহেদী প্রমুখ।
