মিরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন নুরুল আলম

24

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন দৈনিক আমার দেশ ও দৈনিক কর্ণফুলী পত্রিকার মিরসরাই প্রতিনিধি নুরুল আলম। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মিরসরাই প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় তাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়। ইতিপূর্বে তিনি মিরসরাই প্রেসক্লাবের দুই বারের সভাপতি এবং দুই বারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা যায়, শনিবার সন্ধ্যায় মিরসরাই প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় মিরসরাই প্রেসক্লাবের বর্তমান সভাপতি এনায়েত হোসেন মিঠু চাকুরিজনিত কারণে চট্টগ্রাম শহরে অবস্থান করায় দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সেক্ষেত্রে সভাপতির দায়িত্ব পালন করার কথা ক্লাবের সহ-সভাপতি সাইফুল হক সিরাজী ও দিদারুল আলম ভূঁইয়া। তারা দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় ক্লাবের কার্য্যনির্বাহী ১ নং সদস্য নুরুল আলমকে সভায় উপস্থিত সদস্যদের কন্ঠভোটে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। মিরসরাই প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় মাসিক সভায় এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাইফুল হক সিরাজী, দিদারুল আলম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল আজহার আজিজ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান রহমান সময়, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদী, সদস্য আশরাফ উদ্দিন, শিহাব উদ্দিন শিবলু, জাবেদ ভূঁইয়া, আকতার হোসেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here