মিরসরাই শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

186

মিরসরাই প্রতিনিধি
আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মিরসরাই থানার উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে মিরসরাই থানা চত্ত্বরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।
থানার উপ-পরিদর্শক রাজিব পোদ্দারের উপস্থাপনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, সাধারণ সম্পাদক সজল শীল, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন সুজন।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, সামাজিক দূরত্ব মেনে ও মুখে মাস্ক ব্যবহার করে এবং সরকারি নির্দেশনা মেনে এ বছর শারদীয় দূর্গোৎসব পালিত হবে। পূজোয় কেউ যাতে কোন রকম বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সবাইকে সর্তক থাকতে হবে। সকলের সহযোগিতায় প্রত্যেক বছরের ন্যায় এবারও মিরসরাই উপজেলায় নির্বিগ্নে পূজা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়নের পূজা কমিটির সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here