মুক্তিযুদ্ধ মঞ্চ ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন রিয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শিহাব উদ্দিন শিবলু
বুধবার (৩০ অক্টোবর) মুক্তিযুদ্ধ মঞ্চের মিরসরাই উপজেলা কমিটির সভাপতি রবিউল হোসেন রায়হান এবং সাধারণ সম্পাদক মোঃইমরান খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খৈয়াছড়া ইউনিয়ন শাখার এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সদ্য অনুমোদনপ্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী এক বছরের জন্য খৈয়াছড়া ইউনিয়নে ৪১ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
খৈয়াছড়া ইউনিয়নের নব নির্বাচিত সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন শিবলু বলেন, ‘ আমাদের আপোষহীন সংগ্রাম অব্যাহত থাকবে। যেখানে অন্যায়-অনাচার থাকবে, মুক্তিযুদ্ধ মঞ্চ ১২নং খৈয়াছড়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে সেখানেই প্রতিবাদ করব।’