শাজাহান খান কোন ক্ষমতাবলে ফেডারেশনের সভাপতি, তা জানতে আইনি নোটিশ

418

শাজাহান খান । ফাইল ছবি
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবিধানিক পদে থেকেও কোন ক্ষমতাবলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি পদে আছেন, তা জানতে চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আজ বৃহস্পতিবার দুপুরে রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়া।

আইনি নোটিশের ভাষ্য, দেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুসারে ২০১৪ সালের ১২ জানুয়ারি শাজাহান খান মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সাংবিধানিক পদে থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি পদে থাকা কেন বেআইনি ও নৈতিকতা-বিরোধী হবে না, তা নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় নৌপরিবহনমন্ত্রীর বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গের অভিযোগে উচ্চ আদালতের আশ্রয় নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here