মিরসরাই প্রতিনিধি
সতীর্থ আপনজন’ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ল সেন্টার.কম, ঈদগাঁ কাঁচারাস্তা,চট্টগ্রাম এ আয়োজিত অনুষ্ঠানে আহ্বায়ক ইনামুল হক মতিনের সভাপতিত্বে ও এড.এ কে এম আবু ইউসুফের সঞ্চালনায় আলোচনা হয়।বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। সতীর্থ আপনজন, সকলেরই আপনজন হিসেবে কাজ করছে। আগামীতেও কাজ করে যাবে। বক্তারা আরো বলেন, সতীর্থ আপনজন ‘গঠন হওয়ায় অনেক পুরাতন বন্ধুদের সাথে যোগাযোগ সৃষ্টি হচ্ছে।
ভবিষ্যৎ এ সকলে মিলে, সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করা হয়।
অনুষ্ঠানে ১১ জন কমিটির সকল সদস্য ও সদস্যা উপস্থিত ছিলেন।সামাজিক দায়বদ্ধতা হতে সংগঠনটির জন্ম বলে জানা যায়।
এনামুল হক মতিন- সভাপতি
অসীম রক্ষিত- সহ সভাপতি
মোস্তফা কামাল করিম- সহ সভাপতি
এড একেএম আবু ইউছুফ- সাধারণ সম্পাদক
গুলজার হোসেন- সহ সা. সম্পাদক
হুমায়ুন কবির ভুইয়া মামুন- সহ সা. সম্পাদক
মহিউদ্দিন আহমেদ- অর্থ ও দপ্তর সম্পাদক
দিদারুল আলম সুমন- প্রচার, প্রকাশনা ও সমাজসেবা
কবির উদ্দিন আহমদ- সদস্য
হাসান চৌধুরী- সদস্য
ডা. সেলিনা আকতার-সদস্য