সমাজ সেবায় অবদানের জন্য ভয়েস অব আমেরিকা সম্মাননা পেলেন মহসিন আলী

307

মিরসরাই প্রতিনিধি
সমাজ সেবায় অবদানের জন্য ভয়েস অব আমেরিকা সম্মাননা পেয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, ব্যবসায়ী হাজ্বী মহসিন আলী। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের ৬১তম বর্ষপূর্তিতে তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম। বিশেষ অতিথি ছিলেন ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের ঢাকা প্রতিনিধি এসএম জহিরুল আলম, সামিট বিবিয়ানা পাওয়ারকম লিমিটেডের সিইও ইঞ্জিনিয়ার নুর উদ্দিন, বৈশাখী টিভির সাবেক ডিএমডি মোশারফ হোসেন, সমাজ সেবক প্রবাসী মাজহার উল্লাহ মিয়া।
উল্লেখ্য, মহসিন আলী দীর্ঘ সময় ধরে মিরসরাই ও ছাগলনাইয়া উপজেলায় সমাজ কর্ম করে যাচ্ছেন। ইতমধ্যে সমাজ সেবা ও শিক্ষা প্রসারে অবদানের জন্য একাধিক সম্মাননা অর্জন করেন তিনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here