সাক্ষাতকার শেষ, কারা পাচ্ছেন বিএনপির মনোনয়ন?

467

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার গ্রহণ শেষ করল বিএনপি। বুধবার শেষ দিনে ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের ৯৬০ জন মনোনয়নপ্রত্যাশী সাক্ষাত্কার দেন। চার দিনে প্রায় ২৬০০ প্রার্থী সাক্ষাত্কার দিয়েছেন। বুধবার সকাল হতে রাত প্রায় ১০টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাত্কার অনুষ্ঠিত হয়। পুরো প্রক্রিয়ার সাথে লন্ডন হতে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাত্কার গ্রহণ শেষ হলো। এখন চূড়ান্ত মনোনয়ন পেতে অপেক্ষা করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা ও দলের সিদ্ধান্ত মেনে নেয়ার নির্দেশনা দিয়েছেন। এখন প্রার্থী চূড়ান্ত করবেন তিনি ও দলের হাইকমান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here