
নিউজ ডেস্ক..
সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে ট্রেনে কাটা পড়ে অন্তত তিনজনে মারা গেছেন। রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভুঁইয়া বলেন, ভাটিয়ারি মাদামবিবির হাট এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত হওয়ার তথ্য রয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কোন ট্রেন সেটা এখনও শনাক্ত করা যায়নি। একজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এর বাইরে আরও দুইজনের মারা যাওয়ার তথ্য পেয়েছি। শুনেছি মরদেহগুলো স্থানীয়রা নিয়ে গেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সেগুলোর খোঁজ পেলে বিস্তারিত জানানো হবে।
এদিকে স্থানীয় সুত্রে ওই দুইজন বাবা ও মেয়ে বলে জানা গেছে। তারা দুইজন হলেন- আবুল কাশেম (৪৬) ও তার চার মাস বয়সী মেয়ে সোমা আক্তার।
তবে এখনও পর্যন্ত এ তথ্য নিশ্চিত করতে পারেনি রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
