
মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের সীমান্তবর্তি এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেনর নয়নের সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়নের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী ব্যাটালিয়ন ৪বিজিবি’র লেফট্যান্ট কর্ণেল মো. নাহিদুজ্জামান বিজিবিএম, পিবিজিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী ব্যাটালিয়ন ৪বিজিবি’র উপ-অধিনায়ক মেজর খাজা মঈনুদ্দিন মিয়া, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, সুবেদার আব্দুর রহমান, নায়েব সুবেদার শাহজাহান সরকার, ইউনিয়ন পরিষদের সদস্য শহীদ উল্লাহ, আজাদ উদ্দিন, মোঃ শফি, ফেয়ার আহম্মদ মিন্টু সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, চোরাচালান বন্ধে এর সাথে জড়িতদের বিকল্প জীবিকার মাধ্যম সৃষ্টি করতে হবে। সীমান্তে বসবাসরত জনসাধারনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও সীমান্তে যে কোন অপরাধ নিরসনে অন্যান্য আইন শংখলা বাহিনী বিজিবিকে সহায়তার আহবান জানানো হয়।
