মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের মধ্যম কুরুয়া সৃজন সংঘের উদ্যোগে ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেল নাজমুলের নেতৃত্বে গ্রামে গ্রামে সৃজন সংঘের ত্রান বিতরণ করা হচ্ছে। সৃজন সংঘের সভাপতি সায়েদ মামুন ও প্রচার সম্পাদক মোঃ তারেক হোসেনের অর্থায়নে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট বৈশ্বিক মহামারির এই ক্রান্তিলগ্নে এসময় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। ইউনিয়নের ৭নং কুরুয়া, ৩নং কচুয়া ও ৯নং বালিয়াদি জেলে পাড়া সহ এলাকার নিন্মবিত্তদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরন করা হয়।
ইতিপূর্বে ১০০ পরিবার সহ দুই ধাপে সর্বমোট ১৭০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সৃজন সংঘের সহ-সভাপতি আশরাফ,সহ সভাপতি শুভ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো সোহেল, ক্রীড়া সম্পাদক মো আজিজ, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো সিপন সহ প্রমুখ।
সৃজন সংঘের সাধারণ সম্পাদক ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক রাসেল নাজমুল বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে দেশের এই ক্রান্তিলগ্নে সর্বোচ্চটুকু দিয়ে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে এলাকায় পানির ট্যাব বসানো, বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরন, বাড়ি বাড়ি গিয়ে সবাইকে সচেতন করা সহ ১৭০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরন করেছি। এসময় তিনি সেবামূলক কার্যক্রম সমূহ অব্যাহত রাখার ঘোষণা দেন এবং বর্তমান পরিস্থিতিতে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহব্বান জানান।