এই ভোট মানি না, জামানত ফেরত দিতেই হবে: হিরো আলম

282

নিজস্ব প্রতিবেদক

 

একাদশ সংসদ নির্বাচনে সিংহ প্রতীকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলম। নির্বাচনে মাত্র ৬৩৮টি ভোট পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়।

কিন্তু হিরো আলম জামানত ফেরত চেয়েছেন। তার মতে, তার কর্মী-সমর্থকদের ভোট দিতে দেয়া হয়নি। তাই তার জামানত বাজেয়াপ্ত করা যাবে না।
গণমাধ্যমকে তিনি জানান, আমার লোকেদের তো ভোট দিতেই দেয়নি। তাহলে জামানতের টাকা ফেরত দেবে না কেন? আমার লোকজনকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এজেন্ট দিতে দেয়া হয়নি। যাও কয়েকজনকে দিয়েছি তাদেরও বের করে দেয়া হয়েছে। আমি এই ভোট মানি না। আমার জমা দেওয়া জামানতের টাকা তাদের ফেরত দিতেই হবে।

সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে জয় পেতাম।
তিনি আরও বলেন, ভোট হতে দেয়নি বরং আমাকে ও আমার লোকজনকে তারা মেরেছে। নির্বাচনের দিন সকালে হামলা-মারধর ও এজেন্টকে বের করে দেওয়াসহ একাধিক অভিযোগ আমি করেছি। কোনো সাড়া না পাওয়ায় ভোট থেকে সরে দাঁড়াই। আমাকে ভোট দিতে দিলে অবশ্যই পাশ করতাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here