বারইয়ারহাট মডার্ন হিফয মাদরাসার সবক প্রদান ও পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের সম্মাননা

209

মিরসরাই প্রতিনিধি
আধুনিক ও উন্নত কারিকুলামে প্রতিষ্ঠিত বারইয়ারহাট মডার্ন হিফয মাদরাসার সবক প্রদান ও পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার ( ১১ মার্চ) মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী। মাওলানা মুখতার আহমেদের সভাপতিত্বে ও বারইয়ারহাট মডার্ন হিফয মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ কাজী মোঃ মুনছুর আলমের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক ছুটিখাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর তালিমুল কোরআন একাডেমির অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা হামিদী, জোরারগঞ্জ থানা মসজিদের খতিব মাওলানা আবু বকর, হাদি ফকিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা এইচ এম নুরুন নবী, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মান্নান, রহমতাবাদ ফারুকীয়া হাফেজীয়া মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আমীরুল ইসলাম ফারুকী, নিজকুঞ্জরা বাইতুন নূর জামে মসজিদের খতীব মাওলানা এমরান খাঁন, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, আবুল কালাম পাটোয়ারী,
শুভপুর আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা কামরুল ইসলাম হায়দার, মিরসরাই আজিজিয়া হিফজ মাদরাসা প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবদুল আজিজ, হাফেজ সোহেল, হাফেজ সাইদুল ইসলাম, বারইয়ারহাট মডার্ন হিফয মাদরাসার প্রধান উপদেষ্টা ও বালুটিয়া আইডিয়াল একাডেমির অধ্যক্ষ, জয়নাল আবেদীন চৌধুরী, রেদওয়ানুল হক, আবুল কাশেম প্রমুখ।

আলোচনা সভা শেষে ছাত্রদের সবক প্রদান ও উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here