মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বনায়ন করবে ব্র্যাক ব্যাংক

257

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে অংশীদারিত্বে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে দেশের শীর্ষ বাণিজ্যিক ব্যাংক, ব্র্যাক ব্যাংক লিমিটেড। মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর প্রাঙ্গণে ব্যাপক বনায়ন প্রকল্পের জন্য ব্র্যাক ব্যাংক আর্থিক সহায়তা প্রদান করছে। বঙ্গোপসাগরের নিকটবর্তী অঞ্চলে, ৫০০ একর জমিতে এ বনায়ন প্রকল্প, উপকূলীয় বেল্টকে একদিকে যেমন সুরক্ষা দেবে, পাশাপাশি সৌন্দর্যও বৃদ্ধি করবে। ৩০ হাজার একর জমি নিয়ে স্থাপিতব্য মিরসরাই শিল্পনগর বাংলাদেশের সবচেয়ে আধুনিক অর্থনৈতিক অঞ্চল, যেখানে থাকবে বিশ্বমানের ব্যবসায় ও শিল্প কেন্দ্রের সুবিধা। আগামী ১৫ বছরে এ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১৫ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি ও ১৫ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অংশীদারিত্বের অংশ হিসেবে, ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও চৌধুরী আখতার আসিফ, বেজা’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরীর হাতে গাছের চারা হস্তান্তর করেন। এ উপলক্ষে চৌধুরী আখতার আসিফ বলেন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজের সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক একদিকে যেমন মানুষ, পৃথিবী ও উন্নয়ন নিয়ে কাজ করে, অন্যদিকে পরিবেশ সুন্দর ও ভালো রাখার দর্শনে বিশ্বাস করে। বেজা’র সঙ্গে আমাদের এ অংশীদারিত্ব পৃথিবীকে আরও বাসযোগ্য করার একটি প্রচেষ্টা। ১০ জুন ঢাকায় বেজা’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান, কমিউনিকেশন্স বিভাগের প্রধান ইকরাম কবির, ট্রেড ডেভেলপমেন্ট ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জাবেদুল আলম, ট্রেড ডেভেলপমেন্ট ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের ইউনিট প্রধান ফাহিম ইশতিয়াক হোসেন এবং বেজা’র নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) অ্যাডমিন ও ফিন্যান্স মোহম্মদ আইয়ুব, কনসালটেন্ট (সোশ্যাল ও রিসেটেলমেন্ট), সাপোর্ট টু ক্যাপাসিটি বিল্ডিং মো. আবদুল কাদের খান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here