
মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাট পশ্চিম অলিনগর প্রীতিলতা টি-টেন ক্রিকেট টূণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
রবিবার (১৬ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারকা ক্রীড়া সংঘ একতা ক্রীড়া সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে করেরহাট ইউনিয়নের সদস্য শফি আহমদ মেম্বারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সাংবাদিক এম মাঈন উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য গোলাম মুর্তজা,সমাজ সেবক বদিউল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আরেফীন নাহিদ, প্রীতিলতা ক্লাবের সভাপতি মোহাম্মদ সুমন, ছাত্রলীগ নেতা সাহেদ নাজম সাকিব।
আলোচনা সভা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
