আফগান প্রিমিয়ার লিগ : তামিম মুশফিক একই দলে

367

ক্রীড়া প্রতিনিধি..
একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে প্রথম আসরেই চমক দেখাতে আসছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ। ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, আন্দ্রে
রাসেল, বেন্ডন ম্যাককালামের মতো তারকারা ইতোমধ্যেই নাম লিখিয়েছেন এই টুর্নামেন্টের খেলোয়াড় তালিকায়।

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে বসবে এই টুর্নামেন্টের আসর। ৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত মরুর বুকে লড়াই হবে ব্যাটে বলে। টুর্নামেন্টে পাঁচটি দলের আইকন খেলোয়াড় হিসেবে থাকবেন গেইল, আফ্রিদি, আন্দ্রে রাসেল, ম্যাককালাম ও আফগান তারকা রশিদ খান। মোট পাঁচটি ফ্রাঞ্চাইচি দল অংশ নেবে টুর্নামেন্টে। আফগানিস্তানের পাঁচটি অঞ্চল পাকতিয়া, কাবুল, বালখ, নানগারহার ও কান্দাহারের নামে গঠন করা হয়েছে দলগুলো।

সোমবার রাতে দুবাইয়ে এই টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে। ১৭ থেকে ২০ জন করে খেলোয়াড় কিনেছে প্রতিটি দল। নিম্নে দলগুলোর উল্লেখযোগ্য খেলোয়াড়দের তালিকা দেয়া হলো :

পাকতিয়া স্কোয়াড : শহীদ আফ্রিদি(আইকন), থিসারা পেরেরা, ক্যামেরন ডেলপোর্ট, ক্রিস জর্ডান, ফাহিম আশরাফ, লুক রাইট, মোহাম্মাদ শাহজাদ, শরফুদ্দিন আশরাফ, সামিউল্লাহ শেরওয়ান।

কাবুল স্কোয়াড : রাশিদ খান(আইকন) লুক রঞ্চি, কলিন ইনগ্রাম, সোহেল তানভীর, লরি ইভান্স, ওয়েন পারনেল

বালখ স্কোয়াড : ক্রিস গেইল(আইকন), কলিন মুনরো, মোহাম্মাদ নবী, রবি বোপারা, মোহাম্মাদ ইরফান, কামরান আকমল, রায়ান টেন ডাসকাট, মোহাম্মাদ নওয়াজ।

নানগারহার স্কোয়াড : আন্দ্রে রাসেল(আইকন) তামিম ইকবাল, মুশফিকুর রহীম, বেন কাটিং, মুজিব জাদরান, মিচেল ম্যাকক্লেনাঘান, মোহম্মাদ হাফিজ, স্বন্দীপ লামিচান

কান্দাহার স্কোয়াড : ব্রেন্ডন ম্যাকাকালাম(আইকন), ওয়াহব রিয়াজ, পল স্টারলিং, নাজিবুল্লাহ জাদরান, তায়মাল মিলস, স্যাম বিলিংস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here