এই শুক্রবার ওয়াসার পানি থাকবে না চট্টগ্রামের যেসব এলাকায়

206

 

চট্টগ্রামের বেশ কিছু গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় শুক্রবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকবে।

চট্টগ্রাম ওয়াসার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়াসার নাসিরাবাদ রিজার্ভারে প্রয়োজনীয় মেরামত কাজের জন্য শুক্রবার (২৫ ডিসেম্বর) বাটালী হিল রিজার্ভারের পানি সরবরাহ ৬ ঘণ্টা (বিকাল ৪টা থেকে রাত ১০টা) বন্ধ থাকবে।

এ কারণে বাটালী হিল রিজার্ভারের আওতাধীন এলাকাগুলোতে পানি থাকবে না।

পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়, সেগুলো হচ্ছে লালখান বাজার, সার্সন রোড, কাজির দেউড়ি, ব্যাটারি গলি, ওআর নিজাম রোড ও তৎসংলগ্ন এলাকা, গরিব উল্লাহ আবাসিক এলাকা, কুসুমবাগ আবাসিক এলাকা, দামপাড়া, বৃহত্তর হালিশহর ও তৎসংলগ্ন এলাকা।

এছাড়া পানি থাকবে না পোর্ট কানেকটিং রোড ও তৎসংলগ্ন এলাকা, শেখ মুজিব রোড ও তৎসংলগ্ন এলাকা, আগ্রাবাদ এক্সেস রোড ও তৎসংলগ্ন এলাকা, ডিটি রোড ও তৎসংলগ্ন এলাকা, আসকারদীঘি, রহমতগঞ্জ, জামালখান, জুবলী রোড ও তৎসংলগ্ন এলাকা, দামপাড়া পুলিশ লাইন্স ও তৎসংলগ্ন এলাকাগুলোতে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য চট্টগ্রাম ওয়াসা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here