নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন চেয়ারম্যান (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
বুধবার (০৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে তিনি মারা যান।
দেলোয়ার চেয়ারম্যান দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার আসরের নামাজের পর করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা, মিরসরাই উপজেলা ও করেরহাট ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।
মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।