খালেদা জিয়া সহ বিএনপির নেতাকর্মীর মুক্তির দাবিতে মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম আরব আমিরাতের প্রতিবাদ সভা

696

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা নুর নবী করিম বাবলু সহ গ্রেপ্তারকৃত বিএনপির সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (০৯ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আল আইনের আলাউদ্দিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম আরব আমিরাতের প্রধান উপদেষ্টা শেখ খোরশেদ আলম।


সংগঠনের সভাপতি এম মোর্শেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন আল আইন সংযুক্ত আরব আমিরাতের যুবদল প্রধান উপদেষ্টা জহিরুল আমিন চৌধুরী তানসেন।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল আইন সংযুক্ত আরব আমিরাতের যুবদল সভাপতি মোঃ জয়নাল আবেদীন, আল আইন সংযুক্ত আরব আমিরাতের শ্রমিকদল সভাপতি হোসাইন মোহাম্মদ জাহাঙ্গীর, আল আইন সংযুক্ত আরব আমিরাতের জনকল্যান সংস্থার সভাপতি জয়নাল আবেদীন, মিরসরাই জাতীয়তা বাদী ফোরাম আমিরাতের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুর উদ্দিন, কামরুজ্জামান ইমরান, নুর হোসেন খোকন, কামরুল হাসান সোহেল, আনোয়ার হোসেন, আসাদুল ইসলাম সানি, রেজাউল করিম সুমন ও মোমিনুল হক মোমিন প্রমুখ।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here