চট্টগ্রাম নগরীর রেলওয়ে বস্তির আগুনে দুই শতাধিক ঘর পুড়ে ছাই

251

 

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকার রেলওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে প্রায় দুইশ’র বেশি কাঁচাঘর।

আজ সোমবার ভোর সোয়া ৫টার দিকে ওই বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে, ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ জানান, ভোর সোয়া ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ওই বস্তির অধিকাংশ কাঁচা বসতঘর পুড়ে গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে সেটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here