
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ ৫৬ পিছ ইয়াবা সহ দুই যুবককে গ্রেফতার করেছে। গতকাল রবিবার রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাহার এগ্রোর সামনে থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো বারইয়ারহাট পৌরসভার দক্ষিন জামালপুর গ্রামের মৃত আতর আলীর পুত্র মোঃ সাহাব উদ্দিন(৩০) ও মিরসরাই পৌরসভার পূর্ব মিরসরাই গ্রামের মৃত আব্দুল আজিজ খোকনের পুত্র শাহজাহান সাজু (৩৭)।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে ৫৬পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর আদালতে সৌপর্দ করা হয়েছে।
