নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সোহেল নিহত হওয়ার ঘটনায় স্থানীয় কাউন্সিলর সাবের আহমেদকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৭ জনকে এজাহারনামীয় আসামি ও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (৮ জানুয়ারি) রাতে পরিবারের পক্ষে মামলা দায়ের করেন সোহেলের ছোট ভাই শাকিরুল ইসলাম শিশির।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম বলেন, পাহাড়তলী বাজারে নিহত মহিউদ্দিন সোহেলের পরিবার মামলা দায়ের করেছেন। আসামি করা হয়েছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজী ছাবের আহমদ সওদাগরসহ ২৭ জনকে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান বলেন, মহিউদ্দিন সোহেলের মৃত্যুর ঘটনায় ২৭ জনকে এজাহারনামীয় আসামি ও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, ৭ জানুয়ারি সকাল ১০টায় নগরের পাহাড়তলী কাঁচাবাজারে নিহত হন মহিউদ্দিন সোহেল।