পুলিশের এসআই পরিচয়ে ডাকাতি করে তারা

184

 

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শোয়েব চৌধুরী বাবু (২১), এসএম মিশকাত উদ্দিন ছিদ্দিকী (২০) ও মো. রাশেদ (২৭)।

শুক্রবার (৬ নভেম্বর) তিনজনকে নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।

গ্রেপ্তার তিন ডাকাতের কাছ থেকে সোনার চেইন, ১৩ হাজার টাকা, মোটরসাইকেল ও মোবাইল সেট উদ্ধা করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চোরাই স্বর্ণ কেনার অপরাধে শাওন বণিক নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, গত ২ নভেম্বর ডাচবাংলা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে মিয়াখান নগর এলাকায় আব্দুস ছাত্তার রনি নামের এক গরু খামারীর কাছ থেকে ৪ হাজার ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এসব তারা গরু খামারী রনির একটি স্বর্ণের চেইনও (১০ আনা) ছিনিয়ে নেয়। এই ঘটনায় তদন্তে নেমে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাকলিয়া থানা পুলিশ।

আরও জানা যায়, পুলিশ প্রথমে ডাকাত মিশকাত উদ্দিনকে গ্রেপ্তার করলে তিনি ঘটনার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। তার কাছ থেকে বাদীর ছিনিয়ে নেওয়া মোবাইল সেটটি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত অপর আরেকজন আসামি শোয়েবকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়। এরপর দুইজনের দেওয়া তথ্যমতে ঘটনায় জড়িত আরেক আসামি রাশেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় রাশেদের কাছে পাওয়া যায় আসামিদের ব্যবহৃত মোটর সাইকেল ও নগদ ১৩ হাজার টাকা।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নগরীর বিভিন্নস্থানে পুলিশের এসআই পরিচয় দিয়ে ডাকাতি করে। গ্রেপ্তার তিন ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি নেজাম উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here