বদির বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে বিচার শুরু

200

 

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় কক্সবাজারের টেকনাফের সরকার দলীয় সাবেক এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে রোববার আদালতে চার্জ গঠন হয়েছে।

দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জর্জ মোঃ ইসমাল হোসেন এই আদেশ দেন। এ চার্জ গঠনের মধ্য দিয়ে বদির বিরুদ্ধে দুর্নীতির মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

আগামী ১৫ অক্টোবর সাক্ষীদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী সালাউদ্দিন লাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ৪৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত ও ৬৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে ২০০৭ সালের ডিসেম্বরে টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে মামলা হয়। নগরীর ডবলমুরিং থানায় মামলা করেন দুদকের সহকারী আইনজীবী আলী আকবর। পরে ২০০৮ সালের জুনে চার্জশিট জমা দেয় দুদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here