মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের বারইয়ারহাট সাইনিং স্কুলে বই উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বছরের শুরুতে পাঠ্য বই হাতে বেশ খুব খুশি শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে বারইয়ারহাট পৌর সদরে অবস্থিত সাইনিং স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়। সাইনিং স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইমাম হোসেনের সভাপতিত্বে ও একাডেমিক কো-অডিনেটর শাহাদাৎ হোসেন সৌরভের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউ.এই এর মিরসরাই সমিতির প্রতিষ্ঠাতা ও আওয়ামীলীগের উপদেষ্টা মাজাহার উল্ল্যা মিয়া।
শিক্ষার্থীর হাতে বই তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধুমঘাট হাজি চাঁন মিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাফর আহম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী জাফর উদ্দিন, সাইনিং স্কুলের পরিচালক বেলাল হোসেন, সাইফুল ইসলাম বাপ্পিসহ স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথি বৃন্দ।
প্রধান অতিথি মাজাহার উল্ল্যা মিয়া বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের সব চেয়ে বড় অর্জন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া। নতুন বই হাতে পেয়ে কোমল মতি শিক্ষার্থী বেশ আনন্দিত হন।