
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ বিগত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে দলের প্রার্থী নুরুল আমিনের নেতৃত্বে বিশাল শোডাউন লক্ষ্য করা গেছে। সমাবেশ শুরু হওয়ার আগে তাঁর নেতৃত্বে মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভার শত শত নেতা-কর্মী মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

শনিবার দুপুর ২টায় এ সমাবেশ শুরু হয় নাসিমন ভবনের সামনে নূর আহমদ সড়কে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা মহাসমাবেশে উপস্থিত ছিলেন