
মিরসরাই প্রতিনিধি
হাত ধোয়াকে অভ্যাসে পরিণত করুন এই স্লোগানে মিরসরাইয়ের কিছমত জাফরাবাদ এমএ চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। অনুষ্ঠানে সঠিকভাবে হাত ধোয়ার বিভিন্ন পদ্ধতি শেখানো হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব কিছমত জাফরাবাদ এমএ চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বানু। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বানু বলেন, সঠিক নিয়মে হাত ধোয়ার প্র্যাকটিস গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। সর্বস্তরে এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
