
মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়েছে। রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মঘাদিয়া কাজির তালুক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ সম্মাননা প্রধান করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আনোয়ার দুলালের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক সুলক চন্দ্র দাশের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ইয়াছমিন আক্তার কাকলী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ছকিনা আক্তার, হাজী নুর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল রাণী মজুমদার, ইউপি সদস্য নাসির উদ্দিন মিলন, রবিউল হোসেন প্রমুখ। সম্মাননা অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
