মিরসরাই আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আমিন চেয়ারম্যান

379

মিরসরাই প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান। বুধবার (১৪ নভেম্বর) মিছিল সহকারে নেতা-কর্মীদের সাথে নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এসময় নুরুল আমিন চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, গাজী নিজাম উদ্দিন, ,বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী,থানা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, আবু মুছা চেয়ারম্যান, রফিকুল ইসলাম,কামরুল ইসলাম , নাজমুল হক সোহাগ,মাকসুদুল আলম সোহান, আবিদুল ইসলাম মানিক,চট্টগ্রামস্থ মিরসরই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মন্জুরুল হক জেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন,  যুবদল নেতা রফিকুল ইসলাম, জাহেদুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফোরকান উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রদল সভাপতি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক  সেলিম উদ্দীন প্রমুখ।


উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন বলেন, ‘মিরসরাই বিএনপির দূর্দিনের কান্ডারী, তৃণমূল নেতা-কর্মীদের আস্থার একমাত্র ভরসা নুরুল আমিন চেয়ারম্যান আসন্ন সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করার জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আমরা আশা করছি আওয়ামীলীগ সরকারের আমলে বিগত দশ বছরের আন্দোলন সংগ্রামের বিষয়টি গুরুত্ব দিয়ে হাইকমান্ড তাকেই দলীয় মনোনয়ন দেবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here