শাহাদাতের প্রচার গাড়িতে আবার হামলা, এবার নাসিরাবাদ ও কাজীর দেউড়িতে

252

 

চট্টগ্রামে সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেনের প্রচার গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে নগরের ৪২ নম্বর নাসিরাবাদ ওয়ার্ড মেয়র গলিতে এই হামলার ঘটনা ঘটে। এর আধ ঘন্টার ব্যবধানে ২২ নম্বর জামালখান ওয়ার্ডেও বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলার ঘটনা ঘটে।

এ সময় প্রচার গাড়িতে থাকা কর্মীদেরও মারধর করা হয় বলে দাবি বিএনপি নেতাদের।

মেয়র প্রার্থী ডা. শাহাদাতের ব্যক্তিগত সহকারী মারুফুল হক চৌধুরী বলেন, বিকেল ৪টার দিকে ৪২ নম্বর নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ডে মেয়র গলিতে গণসংযোগকালে নির্বাচনী প্রচারণা গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা।

এদিকে একই সময়ে ২২ নং জামালখান ওয়ার্ডের কাজীর দেউড়িতে নির্বাচনী প্রচারণা গাড়িতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন নগর বিএনপির দফতর সম্পাদক ইদ্রিস আলী।

তিনি বলেন, মেয়র গলিতে হামলার পরপরই কাজীর দেউড়িতে হামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here