শিল্পপতি ফখরুল ইসলাম খাঁন সিআইপির গন-সংবর্ধনা আজ

466

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি, সুমাইয়া গ্রুপ,আবুধাবী ও এফ.আই.কে প্রোপ্রাটিজ ডেভেলপমেন্ট লিঃ বাংলাদেশের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ফখরুল ইসলাম সিআইপির সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানে ২০১৭ সালের বৈধ চ্যাণেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী
ক্যাটাগরিতে বানিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৭ অর্জন করায় আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৭টা শারজাহ মোবারক সেন্টার, রোলা, এশিয়ান প্যালেসে মিরসরাই সমিতির উদ্যোগে এই গন-সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত মিরসরাই সমিতির নেতৃবৃন্দ, রাজনীতিবিদরা বক্তব্য রাখবেন।

মিরসরাই সমিতির সকল সদস্য, ও প্রবাসী ভাইদের যথা সময়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছেন সমিতির সাধারন সম্পাদক মোরশেদ আজম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here