শেষ বিকেলে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপে ধস

256
MIRPUR, BANGLADESH - AUGUST 27: Mehedi Hasan Miraj of Bangladesh celebrates taking the wicket of David Warner of Australia during day one of the First Test match between Bangladesh and Australia at Shere Bangla National Stadium on August 27, 2017 in Mirpur, Bangladesh. (Photo by Robert Cianflone/Getty Images)

 

ক্রীড়া প্রতিনিধি

শেষ বিকেলে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপে ধস নামলেন মেহেদী হাসান মিরাজ। ৯৮তম ওভারেই জোড়া আঘাত হানেন এই তরুণ স্পিনার। সাজঘরে ফেরান সেঞ্চুরিয়ান ব্রেন্ডন টেইলর ও ব্রেন্ডন মাভুতা।

ওভারের প্রথম বলে বিদায় করেন টেইলরকে। ব্যক্তি ১১০ রানে সাজঘরে ফিরেন তিনি।

এক বল পরেই মিরাজের শিকার হন টেইলরের পর ক্রিজে আসা মাভুতা। শূন্য হাতে ফিরেন তিনি।

জিম্বাবুয়ের সংগ্রহ এখন ৮ উইকেটে ২৯৪ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here