

ক্রীড়া প্রতিনিধি
শেষ বিকেলে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপে ধস নামলেন মেহেদী হাসান মিরাজ। ৯৮তম ওভারেই জোড়া আঘাত হানেন এই তরুণ স্পিনার। সাজঘরে ফেরান সেঞ্চুরিয়ান ব্রেন্ডন টেইলর ও ব্রেন্ডন মাভুতা।
ওভারের প্রথম বলে বিদায় করেন টেইলরকে। ব্যক্তি ১১০ রানে সাজঘরে ফিরেন তিনি।
এক বল পরেই মিরাজের শিকার হন টেইলরের পর ক্রিজে আসা মাভুতা। শূন্য হাতে ফিরেন তিনি।
জিম্বাবুয়ের সংগ্রহ এখন ৮ উইকেটে ২৯৪ রান।
