২দিনের রিমান্ডে সেই তিন ভূয়া ‘ডিবি পুলিশ’

285

নিউজ ডেস্ক::

মিরসরাইয়ের জোরারগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার সময় গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জয়ন্তি রানী রায় এই আদেশ দিয়েছেন বলে জানান । তারা হলেন- মো. ইউসুপ (৩০), আসাদুজ্জামান খাঁন (৩০) ও আলমগীর (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহফুজ।

আসামীদের মধ্যে ইউসুপের বাড়ি বরগুনা, আলমগীরের বাড়ি শরীয়তপুর ও আসাদুজ্জামানের বাড়ি ঝালকাঠি। সম্পর্কের দিক দিয়ে তারা বেশ ঘনিষ্ঠ। দীর্ঘদিন ধরে এ তিনজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় ডিবি পরিচয়ে দাফিয়ে বেড়িয়েছে। এতদিন অসংখ্যঅপরাধ তারা সংঘটিত করেছে। রবিবার সন্ধ্যা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে বারইয়াহাট পৌর বাজার ইউর্টান এলাকা থেকে একটি ঢাকামুখী এলিয়ন প্রাইভেট কার থেকে তাদের তিনজনকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।
আটক তিনজনের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র-গুলি ও সরঞ্জামাধির কথা উল্লেখ করে পুলিশ জানায়, তাদের থেকে একটি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড কার্তুজ, একটি ওয়াকিটকি, একজোড়া হ্যান্ডকাফ, দুইটি
ডিবি পুলিশ লেখা জ্যাকেট, দুইটি গামছা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এছাড়া তাদের ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ তালিকায় রাখা হয়েছে।

জানা গেছে, এই তিনজন ভূয়া ডিবি পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে মানুষকে জিম্মী করে চাঁদা আদায় করেছে। ধুম ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান থেকে জোরপূর্বক ২০ হাজার টাকা চাঁদা নেয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

মামলার তদন্তকারী কর্মকর্তা জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহফুজ বলেন, দুটো মামলার একটিতে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুইদিন রিমান্ড মঞ্জুর করেছেন। আরেকটি মামলায় জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here