২৭ হাজার কোটি টাকা ব্যয়ে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১৩’শ ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে চীনা প্রতিষ্ঠান

287

মিরসরাই প্রতিনিধি


বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ১৩’শ ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে চীনাভিত্তিক শিল্প প্রতিষ্ঠান ইউনিয়ন রিসোর্স ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেড। মঙ্গলবার (১৬ জুলাই) প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাগণ মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসেন। এসময় এসবিজি-১ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জসীম উদ্দিন, চীনা কোম্পানী ইউনিয়ন রিসোর্স ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেডের প্রধান অর্থ ব্যবস্থাপক শী, কান্ট্রি ম্যানাজার লী, গ্যাসমিন লিমিটেড এর কর্মকর্তা শাহেদ ইকবাল, হংকং জিনজিয়াং ও রেলিয়েন্ট ইনকর্পোরেশন লিমিটেড কোম্পানীর কর্মকর্তাগণ ।
ইউনিয়ন রিসোর্স ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেড কান্ট্রি ম্যানাজার লী জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চল হবে। এখানে আমরা ৬’শ ২০ মেগাওয়াট করে ২টি ১৩’শ ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে নির্মাণ করতে চাই। যেখানে নির্মাণ ব্যয় হবে আড়াই কোটি বিলিয়ন ডলার।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আমাদের জমি বুঝিয়ে দিলে দ্রæত সময়ের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানান তিনি।
উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে দেশী-বিদেশী বিভিন্ন শিল্পগ্রæপ কাজ করছে। দ্রæত সময়ের মধ্যে অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ হবে। অর্থনৈতিক অঞ্চলে উৎপাদন কাজের জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন। চীনা কোম্পানী ইউনিয়ন রিসোর্স ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেড ১৩’শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করলে অর্থনৈতিক অঞ্চলের চাহিদা মিটিয়ে অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রীডে দেওয়া সম্ভব হবে। এসবিজি-১ অর্থনৈতিক অঞ্চলের জমি পরিদর্শন করে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। জমি বরাদ্ধ পেলে তারা কাজ শুরু করবেন বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here